আমরা ফিরে যেতে পারতাম
পাখির পালকের মত ধূসর আকাশ
আর পাহাড়ি নদীর বুকে তলিয়ে যাওয়া
একজোড়া ডাকনাম খুঁজতে খুঁজতে
আবার ফিরে যেতে পারতাম ।
অথচ ফুলের মতো নরম দুচোখে
দিগন্তে গা ঢাকা দেওয়া সূর্যাস্তের সুখ
তোমার চোখেও যেভাবে সন্ধ্যে নামে
কান্নার গন্ধ মাখা বাসি রুমাল জানে
হৃৎপিন্ড থেকে খসে পড়া আবেগের গল্প।
তবুও আক্ষেপ করছেনা আপোষহীন ঠোঁট
বুক পকেটে লুকিয়ে রাখা অভিযোগের মতো
এখনও কিছু বিপ্লব লেগে আছে মনে
অতীত মাপতে যতটা ছুঁয়ে দেখছি আয়ুরেখা
ততটুকু রাখা থাক শুকনো গোলাপের স্মৃতি ।
আয়নার সামনে মুখ লুকানো অভিমানের মতো
যেভাবে মানুষ একদিন সেচ্ছায় একা হয়ে যায়
ক্যাকটাসের বুকের ভেতর মরুভূমির খোঁজ
কবিতার লাশ থেকে উড়ে যাওয়া আত্মার মতো
যদি আবার ফিরে যেতে পারতাম।