রোদ্দুরের ভালোবাসা গায়ে মাখে খোলা বারান্দা
বারান্দার নির্জন দুপুর কত গল্পের জন্ম দেয়


রূপকথার দৃশ্য পটে ছেলেবেলা আর দুষ্টুমি
বারান্দায় কাচের জার থেকে আচার চুরি
আর গোল করে বসে ঠাকুমার ঝুলি
কাঁটা আর উল হাতে সোয়েটার বুনতো ঠাকুমা


উলের পুরানো সোয়েটার ছেলেবেলা মনে করায়
আর খোলা বারান্দা দেখলে ঠাকুমাকে মনে পড়ে ।