সেফটি পিনে গেঁথে রাখো আবেগ
বাসি হলেও, অবেলায় বাড়তে পারে দর ।


মোমের মতো গলে যাবে গৃহস্থালি সুখ
আমরা সবাই সলতে সেজে পুড়তে থাকি রোজ ।


আ্যশট্রে জুড়ে ঠিক যতটা নিকোটিনের দাগ
তার চেয়ে বেশি খুব বেবাগী স্বপ্ন পুড়ে ছাই ।


মৃতদেহের চোখের মতো তাকিয়ে দেখো স্থির
আমরা সবাই স্বপ্ন বেচি, ফেরিওয়ালার ভিড় ।


মিলিয়ে নাও হিসেব নিকেষ, দাফনেই শেষ সব ক্রোধ
মৃতদেহ খবর রাখে না, কবরেই আত্মার শ্বাসরোধ ।