তোমার আমার কিছুই মেলেনা ,
ভালো লাগা মন্দ লাগা
বই পড়া বা রান্না করা ,
সময় বের করে গল্প করতে বসা ,
একমাত্র, রিমোটের হাতবদলে
টিভির চ্যানেল পাল্টে পাল্টে যায়।।


কোনো একদিন, তোমার ভ্রুকুটিতে ছিল,
আমার সারা দিনক্ষণ , সমস্ত যাপন।।
আজ আমার ব্যস্ততায় আসে তোমার আলস্য
তোমার ব্যস্ততায় আমার  চরম  বিরক্তি।।    
অভিমানে আকণ্ঠ ডুবে গিয়েও
দোলাচলহীন কৃত্রিম সংসার।
এসব কিছু নিয়েও কতগুলো বছর
কেটে যায় একটানা, একসাথে, শুধু ভরসায় ।


হয়তো আরো অনেক বছর পরে
কারোর যখন কিছুই করার নেই ,
অসমাপ্ত জীবনের সব জটিলতা ,
রাগ, দুঃখ, শোক, ক্লেশ মাখা ,
খেরোর খাতা খুলে বসে
হিসেব যদিও প্রায় মিলে আসে ,
শেষ কিছু পাতা, উলু খেয়ে যাবে।


এটা শুধু তোমার আমার
শেষের কবিতা নয়।
সমস্ত সংসারেই শেষ পর্যন্ত
একমাত্র এই গল্প রয়।