ভালো থাকার অভিনয় করে করে -
আমি আজ দিশেহারা,
ক্লান্ত! স্বজনহারা ।


কাঁধে রাখার হাত নেই,
সময় কাটানের সাথী নেই-
তবে কি আমি বড়ো হয়ে গেছি ?
নাকি সময়ের সাথে, খেলছি "কানামাছি'' !


ফিরতে হবে মূল স্রোতে,
সকল বাঁধন উপড়ে ফেলে-
চলতে হবে সঠিক পথে ।


যেপথে আমার মূল্য হারিয়ে গেছে,
সে পথে আমার প্রয়োজনও ফুরিয়েছে,
সেখানেতো আমার আর দাম নেই ।


এবার-
শুধুই বদল চাই,
এই শরীরের, এই হৃদয়ের,
এই বসনের, ঘুম-স্বপনের,
বদল চাই ।


তাই,
"আমি আাবার বদলাচ্ছি"
এই 'অবিনয়' এর সময় এসে গেছে ।