লিখতে বসে এই কবিতা
হারিয়ে গেছে “ভাষা” ,
শিক্ষক হয়ে বুক ফুলিয়ে
কাজ করেছিস “খাসা” !!


মুখের ভাষা হারিয়ে গেছে
কান্ড দেখে তোদের !
ফুলের মতো একটি শিশু
পণ্য হলো ‘ভোগের’ !


সমাজটা আজ বিষিয়ে দিলি
এতো কিসের লোভ ?
‘ছুড়ে ফেলবো জগৎ থেকে’
- জাগছে মনে ক্ষোভ ।


বিবেকটাকে পাষাণ করে
মনুষ্যত্ব ঘুচিয়ে দিলি,
ভালোবাসাটা ঘৃণায় ভরে
জন্তুরপথে পা মাড়ালি ।


কলমটাও কাঁদছে এবার
আর চলে না হাত -
গর্জে উঠুক বাংলা আবার
সকলে দিক সাথ ।


শত ধিক্কার  জানাই আমি
শত ছিঃ! ছিঃ! ছিঃ!  ছিঃ!
মনুষত্বের এই নোংরা খেলা
বন্ধ হবে কী !!!!!!!