জ্বলছে আগুন পুড়ছে পাহাড়
ঝলসে গেলো আমার চোখ,  
রাঙা লালে রাঙিয়ে দিলো
মর্ত, পাতাল, স্বর্গলোক ll


প্রকৃতির এই মায়ার জালে
মত্ত আমার চিত্তমন,
গর্ব করে বুকফুলিয়ে
মুচকি হাসে ত্রিভুবন ll


পাতার নৌকা বাতাস কেটে
লুটিয়ে পড়ে মাটির গায়ে,
ঘাসের আগার শীতল শিশির
শিরশিরি দেয় আমার পায়ে ll


দোল হোলি আজ খেলছে ভুবন
মিটিয়ে নিয়ে মনের আশ,  
বসন্তএর স্বর্ণ মুকুট
গর্ব আমার ডুঙরি পলাশ ll