ছোটো ছোটো আশা
মিষ্টি ভালোবাসা,
হারিয়ে গেলো সব
প্রকৃতি নীরব । ।

জেলে ফেলে জাল
মাঝি তোলে পাল,
পাখি মেলে ডানা
নেই মোর জানা । ।

কী যে লিখি খাতায়
প্রতিটি পাতায়,
ব্যাঙ মারে লাফ
আমি চুপচাপ । ।

ঝড় ওঠে বনে
লুকিয়েছি কোণে,
বাজ পড়ে বুঝি
একি হিজিবিজি  । ।