জীবনের বহুমূল্য সময়,
কেটেছে তোর সাথে,
আবার সেই দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে হয়,
বন্ধু তা হিংসা নয় ।।


অনেক আবেগ, জমে আছে মনে
নিশ্চুপ হয়ে, শুধু বসে আছি,
আবার একসাথে থাকতে ইচ্ছে হয়,
বন্ধু তা হিংসা নয় ।।


মনের কথা ভাগ করে, উজাড় করে দিতাম যেমন !
মনটা আজো জমে গেছে ঘটনায়,
আবার উজাড় করে শূন্য করতে ইচ্ছে হয়,
বন্ধু তা হিংসা নয় ।।


যার মমতায়, আদর যত্নে,
ফিরে পেলাম আরেক জনম্ ,
তার আদরে থাকতেই ইচ্ছে হয়,
বন্ধু তা হিংসা নয় ।।


তোর নামে যখন মুখর পরিবেশ,
বুক ফুলে যায় গর্বে,
তখন নিশ্চুপ থেকে প্রার্থনা করতে ইচ্ছে হয়,
বন্ধু তা হিংসা নয় ।।


সেই মানুষ মুখো শয়তান গুলো যখন,
আমায় এসে বলে-
“তোর হিংসে হচ্ছে",
এরা আমার বন্ধু ভাবতে লজ্জা হয়,
বন্ধু তা হিংসা নয় ।।