পাখির ডাকে ঘুমিয়ে ওঠা
সেতো আমার স্বপ্ন
ভোরের আলো গায়ে মেখে
করব আদর যত্ন ।
সূর্যি মামার রাঙা রূপের
আঁকব চিত্রপট
এসব আমার মন হরানো
চিরকালের শখ ।
ধোঁয়া উঠা চায়ের কাপে
চুমুক  দেবো ধীরে
শীতল মনে উষ্ণ ছোয়া
সকাল টাকে ঘিরে ।
বকম বকম পায়রা গুলির
মন হারানো সুর
সেসব থেকে কেনো আমি
অনেক অনেক দূর ।
হাঁস গুলোর ওই পেঁকপেঁকিয়ে
বাঁধের জলে ঝাঁপ
ফুটবল আর ক্রিকেট নিয়ে
মাঠের মাঝে লাফ ।
সকাল টাকে মিশ করে ভাই
কার যে লাগে ভালো
পেঁচা হয়ে রাত জেগে মোর
সোনালি সকাল কালো ।


    সুমন্ত সিংহ