পদ্ম ফুলটি ওই ফুটেছে
সূর্যি মামা উঠলো
যায় দেখা ওই পাহাড় কোলে
সোনা রোদের আলো ।
সেই আলোরই ছোঁয়া লেগে
প্রকৃতির ঘুম ছাড়ে
সকাল হলে কৃষক দৌড়ে
সঙ্গে লাঙল ঘাড়ে ।
সবুজ মাঠে গরু চরে
কৃষক চষে মাটি
ঘাসের গায়ে শিশির বিন্দু
দেখায় পরিপাটি ।
রাখাল ছেলে গাছে চড়ে
বাজায় বাঁশি গানের সুরে
সূর্যি ওঠে মাথার পরে
রাখাল কৃষক ঘরে ফেরে ।
বিকেল হলে ছেলেরা সব
দলে দলে খেলায় মাতে
সন্ধ্যা হলে আট চালাতে
গপ্পো করে বাপ খুড়োতে ।
রাত নামলে কেউ দেয়না সাড়া
সবাই মগ্ন নিদ্রা সুখে
প্রকৃতির সুরে বাঁধা জীবন মোদের
দিন কেটে যায় সুখে দুখে ।