হোক কলরব ঝড়ের বেগে
তিন ভূবনের মাঝে
চঞ্চল কেন এই মন হয়
সকাল দুপুর সাঁঝে ।
বাঁশের বনে খেজুর ডালে
চামচিকার লাফঝাঁপ
এরানিদের জালে কেন
পড়ে ধরা খপখাপ  ।
কাঠঠোকরা ঠকঠকিয়ে
পোকা কেন ধরে
এ সব নিয়ে হোক কলরব
বিধান সভার দ্বারে ।
গিরগিটিতে ফড়িং ধরে
মানুষ কেন নয়
লোভ হিংসা বাহুবলির
তবেই হবে ক্ষয় ।
হোক কলরব হোক কলরব
দিক্ দিগন্ত জুড়ে
চারিদিকটা সবুজ হোক
আকাশ পাতাল ফুঁড়ে ।
শান্তির দূত পায়রা কেন
বিপদ কেন লাল
হোক কলরব আকাশ জুড়ে
পুকুর কেন খাল ।
আমরা কেন গাড়িতে চড়ি
ঠাকুর কেন রথে
হোক কলরব এই লেখা নিয়েও
কোমর বেঁধে  পথে ।