আশায় আশায় মরল চাষি
আমার আশা শেষ
ফল প্রকাশের পরও কেন
পড়ল আবার কেস ।
দিন  রাত্রি বুকের মাঝে
চিনচিনে এক ব্যাথা  
স্বপ্ন দেখি ভবিষ্যং এর
ভাবি কতই কথা ।
মোবাইলটা ঘেটে ঘেটে
আঙুল গেলো ক্ষয়ে
চোখের জ্যোতি গেলো বোধহয়
ধৈর্য্যধরে সয়ে ।
টেটের গেরোয় চারটে বছর
গেলো মায়ের ভোগে
শেষে বোধহয় এরেই শোকে
পড়ব বিষম রোগে ।
টুংটাং  ওই মেসেজ টোনে
ধড়ফড়িয়ে উঠি
কোম্পানির  ওই মেসেজ দেখে
কপালটাকে ঠুকি ।
এক একটা রাত্রিকাটে
আরেক দিনের আশায়
সকাল হলে চাকরি বোধহয়
আসবে আমার বাসায় ।
নতুন দিনে নতুন ভাবে
নতুন দুঃখ পাই
পণ নিয়েছি বন্ধু , আমার
“সোনার হরিণ চাই । ”
আমার সোনার হরিণ চাই ।