দশ তারিখের রাত্রিবেলা
হঠাৎ এল ঝড়
কারোর মুখে লাড্ডু এলো
কারোর গালে চড় ।
মনের দুঃখে চোখের পাতা
পড়লনা সেই রাতে
কত আশাই ব্যর্থ হলো
কাজ নাই আর হাতে ।


কত ছেলের স্বপ্ন পূরণ
জ্বলজ্বলে দুই চোখে
পাড়ায় চলে বুক ফুলিয়ে
কেইবা তাকে রোখে ।
লাখ টাকার ওই এস এস এস টা
যত্ন করে রাখে
উচ্ছসিত দুই নয়নে
মাকে শুধু ডাকে।
মাসি পিসির মামার ফোনে
আবেগ ভরা হাসি
মিষ্টি খাওয়াও মিষ্টি খাওয়াও
শুভেচ্ছা রাশি রাশি ।
মন বলে তার উড়ে বেড়ায়
লাগিয়ে দুটি ডানা
রাতে চলবে মস্ত পাটি
আমোদ খানাপিনা ।
কিনবো নতুন মোটর বাইক
গড়বো নতুন বাড়ি
টুকটুকে এক বউকে এনে
খেলবে আড়িআড়ি ।


মন ভাঙা ওই কপাল যাদের
গায়ে এলো জ্বর
স্বপ্ন তাদের ধূলো হলো
যন্ত্রণা দিনভর ।
তাসের ঘরের আসল কথা
তারাই সঠিক বুঝে
ছলছলে ওই চোখের তারা
চক্ষু দুটি মুজে।
ভালো লাগেনা কোনো কিছুই
রঙিন গুলোও ফিকে
অন্ধকারটা এতই কালো
তাকাইনা যে দিকে।


হাল ছেড়োনা বন্ধু তুমি
আসবে নতুন সকাল
সকল দুঃখ মুছে গিয়ে
খুলবে তোমার কপাল ।


ধন্যবাদ