সপেআ ডাক দিয়েছে
জাগোরে ভাই বোন
সপেআ হাত ধরেছে
শক্ত করো মন ।
অন্ধকারে আলো
আমরা জ্বালাব
ছোট্ট ছোট্ট  শিশুদের
হাত ধরে খেলাব ।
করব সিন্ধুজয়
মুছব মনের ভয় ।
মানুষ তৈরি করে
সারা দেশকে দেখাবো ।


বাংলার ওই ঘরে ঘরে
জ্ঞানের দীপ জ্বেলে
মনের ওই দীনতা
মুছবো যে ফেলে ।
সপেআ নিয়েছে পণ
বন্ধু গুণিজন
সংস্কৃতির জোয়ার—
পাড়ে দেবো ঢেলে।
সপেআ দিয়েছে ডাক
শোনরে ও জোয়ান
হিংসা - দ্বেষ  দূর করতে
হওরে আগুয়ান ।