নির্জন দুপুরে একলা আমি
শুধুকি একা , তা নয়
এই নির্জনতাও আমার সঙ্গি ।
আমাকে একলা রাখার ক্ষমতা
আমারো নেই ।
কেনই বা এই অভিনয়
কেনই বা এই ছলনা
শুধুকি নিজেকে ফাঁকি দেওয়ার জন্য ।
ফাঁকি,
তাকেও তো এড়িয়ে যাওয়া
খুবই শক্ত ।
ফাঁকি তো আমার রক্তে মেশা
অনুচক্রিকার মতো ।
জীবন টাকে ফাঁকি দিয়েই -
আজ আমি অচল ।
একা,
নয়তো আমি একা
চারিদিকের নিস্তব্ধতা
আমাকে হার মানায় ।
বলে যায় কানে কানে
হতে তার সঙ্গি ।
একা , একলাকে সাথে নিয়ে
দুপুর কেটে যায়
সোনালি বিকেলের প্রতিক্ষায় ।