স্বপ্ন দেখি রাত্রি বেলা
হারিয়ে গেল সব
সুজন পাখি পালিয়ে গেলো
পৃথিবীটা নীরব ।
সুজন পাখির জন্য হৃদয়
মুর্হূমুর্হূ কাঁদে
কথা দিলাম তোমায় আমি
রাখব না আর ফাঁদে ।
নীল আকাশের নীলের খেলা
হইল না আর দেখা
সুজন পাখির মিষ্টি বুলি
আর হলনা শেখা ।
দূর আকাশে তাকিয়ে থাকি
আশা নিয়ে বুকে
সুজন পাখি ফিরুক ঘরে
বাসা বাঁধব সুখে।
সবুজ পাতার গালছে খানি
আদর করে পেতেছি
চারিদিক ওই দেওয়াল জুড়ে
হলুদ ফুলে গেঁথেছি ।
তোমায় ছাড়া বাসা আজি
লাগছে বড়ই শূন্য
কোথায় তুমি লুকিয়ে আছো
খুঁজে ফিরি হয়ে হন্য ।
জানি সুজন আসবে না আর
দীন দয়ালের দ্বারে
তবু আশায় থাকব আমি
বাস্তবে শ্রী ঘরে ।