লাল পাহাড়ির দেশের মাটি
খাঁটি সোনার চাইতেও খাঁটি ।
উঁচু উঁচু টিলার ফাঁকে
সূর্যি মামা সদাই ঢাকে ।
রাঙা রাঙা পলাশ ফুলে
মৌমাছিরা হাওয়ায় দুলে ।
লাল কাঁকরের ছড়াছড়ি
ধূলো- কাদায় গড়াগড়ি ।
কিচিরমিচির পাখির ডাকে
মুখর হলো নদীর বাঁকে ।
কাশফুলের রঙ বাহারি
ঝোপের কোলে লুকোচুরি ।
পুকুর পাড়ে হাঁসের ডাক
আলু সরিষা শুশনি শাক ।
গোরুর গাড়ির  ধানের বোঝা
তালগাছটি দাঁড়িয়ে সোজা ।
চড়ুই পাখির ছটপটানি
খুজে বেড়াই দানাপানি ।
জলে ফুটে শালুক ফুল
পদ্ম ভেবে করোনা ভুল ।
দেখতে পাবে সকলে এসে
লাল পাহাড়ির মাটির দেশে । ।