ছেলে আমি মন্দ তাতে
নেইকো কোনো দন্ধ ,
পাশাপাশি যাহাই ঘটুক
আমার আখি বন্ধ । ।


ছেলে আমি অহংকারি
কথা নাই কারো সঙ্গে !
নিজের মতো বাঁচতে চাই
পৃথিবীর এই অঙ্গে । ।


আমি নাকি মিথ্যাচারী !
অপরে আঘাত হানি ?
সত্যি কথা লুকায়না,
ছাড়িনা হাল-পানি । ।


আমি নাকি অভিমানী ?
মনে জমা শত রাগ !
ভালোবেসে যদি, মানও করি
তবু কেনো দিও দাগ । ।


আমি নাকি বড়ই গম্ভীর !
ভয়ে কেউ আসেনা পাশে ,
আমার দূর্বলতা নিয়ে
পিঠ পিছে ওরা হাসে । ।


আমি নাকি বড্ড বাজে
মিশতে পারি নাকো,
মনটা আমার শিশুর মতোই,
আদর করে ডাকো । ।


ছেলে আমি দূরদর্শী
জমা রাখিনা ঋণ,
আঘাত লাগলে ব্যাথা তো যাই
রয়ে যায় দাগ চিরদিন । ।


ছেলে আমি খুবই অলস !
বিছানা ছাড়ি বেলাতে,
রাতে জেগে থাকি পেঁচার মতো
সময় পারিনা মেলাতে । ।


আমি নাকি স্বার্থপর ?
নিজেকে নিয়েই ভাবি !
তবে কেন পরের ব্যাথায়
মনে অন্তরে কাঁপি। ।


আরো আছে অনেক কিছু
থাক সব যা মিছে—
ভালো-মন্দ নিয়েই আমি,
থাকিনা —“সবার নীচে ”। ।