হাতে নিয়ে বইখাতা
হালকা দুলে হাঁটা
দুই বেণিতে চুলের সাথে
আমার হৃদয় বাঁধা ।


রাত থেকে ওত পেতে থাকি
ফুটবে কখন আলো
দেখবো তোমায় সবার আগে
বাসবো তোমায় ভালো । ।


কাছেই যত আসিস তত
ধুকপুক ধুকপুক বাড়ে
মাটির দিকে তাকিয়ে থেকেও
দেখি আড়ে আড়ে ।


উত্তরিয় ওড়নাখানি
গলায় জড়ানো
ভ্রুরুর মাঝে ছোট্ট টিক
হৃদয় কাঁপানো ।


পাশ দিয়ে পার হলে তুই
উষ্ণ ছোঁয়া লাগে
আগুন পাখির রাঙা আগুনে
জ্বলতে ইচ্ছে জাগে ।


কালো তারার দুষ্টু নেশা
হরণ করে চুপিচুপি
মিষ্টি হাসির দাঁতের ঝলক
প্রাণে আঁকে আঁকিবুকি  ।


লক্ষ্য করিস ? তাকিয়ে থাকি-
পড়া ফেলে তোকে,
চোখে চোখ পড়লে হঠাৎ
হাসির রেখা মুখে । ।


কাজল লাগা চোখের পাতায়
সেকি মধুর নেশা
মুচকি হাসা গালের টোলে
আছে আগুন মেশা । ।


ছুটি হলে, হতাম উদাস
ফিরে যাবি তুই বাড়ি
ভয়টা হতো আমার সাথে
খেলিস যদি আড়ি । ।


আশার প্রদীপ জ্বালিয়ে আছি
আসবি কী তুই ফিরে
জানিস, আমি বড্ড একা
মানুষগুলোর ভিড়ে।