রাঙাআগুনে দিক্ দিগন্ত
রঙের খেলায় মাতলো,
ডালে ডালে পাতায় পাতায়
একি ছোঁয়া লাগলো । ।


সবুজ পাতায় রঙিন ফুলে
ঢাকলো যতো ব্যাথা,
ফুলে ফুলে মৌমাছিরা
গাইল প্রাণের কথা । ।


নীল আকাশে সূর্যি মামার
সদাই মুখে হাসি,
গাছের ডাল তার পাতায় পাতায়
বাজায় সুরের বাঁশি । ।


বিধাতা তার মধুর সাজে
কুমকুম ঢেলে সাজালো,
বসন্ত তার আগমণের
ঢাকের কাঠি বাজালো । ।