ঘুচল যখন মনের আশা
ভাঙল যখন ঘুম,
ফোর্থ লিস্টের হাকাহাকির
পড়ে গেল ধূম ।


পুরানো সেই সুপ্ত আশা
জাগল আবার মনে,
মোবাইলের ঝলসা আলোয়
ঘুম নেই নয়নে ।


টুংটাং ওই মেসেজ টোনে
আবার উঠি জেগে,
আধার কার্ডের বার্তা দেখে
ভীষণ ওঠি রেগে ।


ঝগড়া ঝাটি, গালমন্দ
সাট্টাবাজির খেলা,
পোষ্টে পোষ্টে পড়ছে কতো
ইট, পাথর আর ঢেলা ।


কেই বলছে ১০০ পারসেন্ট,
কেউ বলে হবেনা,
কেউ বলে ভাই - এই মাসটা
ওয়েট করেই দেখোনা ।


জানি আমি, হারিয়ে গেছে
আমার সোনার হরিণ,
অপেক্ষা তো করেই আছি -
“আসবে ফিরে সুদিন ? ”