স্বপ্ন ছিলো সুখের বাসা রাখবো নাকো ফাঁকা,
মন খারাপের গল্প তাতে যায়না যেনো আঁকা।।


সাজিয়ে নেবো মনের মতো চারিপাশটা ঘিরে,
এগিয়ে যাবে জীবন আমার তাকাবো না আর ফিরে।।


সুখের রাজ্যে বাস করবো মিষ্টি মধুর সুরে,
ভেসে বেড়াবো স্বপ্ন তরীই দেখবো ভুবন ঘুরে।।


দুই মুঠোতে সুখ কুড়োবো আঁচল ভরে ভরে,
সুখের পাহাড় জয় করবো বন্ধুর হাত ধরে।।


ওটা আমার "স্বপ্ন" ছিলো কোনো নিশি রাতে ,
ঝরে পড়লো পলাশ হয়ে ফাগুনের এই প্রাতে।।