যখন আমি থাকব না -
কেউ কি আমায় রাখবে মনে ?
বিলীন হব পঞ্চমীতে --
মহা কাশের কোনো এক কোনে -


বইবে বাতাস , ছুটবে জলরাশি -
সুর্কি ছড়িয়ে ছড়িয়ে পড়বে ...
চাঁদ হাসিমুখে জোছনা দেবে
তাঁহারা দেবে মিটিমিটি হাসি !


আমি কি রব অব্যক্ত বেদনায় ?
পারব না তো জানাতে আমার কথা -
অস্তিত্বহীন অবয়ব নিয়ে ...
হৃদয়ে থাকবে জমানো কোনো ব্যথা !


হয়তো তখন তারাই হয়ে যাবো ...
কিংবা বায়ুর ক্ষুদ্র অবশেষ !
অথবা হয়ত বারি কণায় মিশে -
ঘুচই যাবে জীবনের সব ক্লেশ !