বিশ্বাস আর আশা
যার কাছে নাই
যেয়ো না তার কাছে ,
নারাচারা  করে সে
আবার ও মরিয়াছে।
  বিশ্বাস নাই যাহার
শয়তানে করিয়াছে আহার
আত্না থাকিতে তাহার
দেহে হয় নির্যাতন।
ইমান তাহার লইয়াছে কেরে
মুনাফিক অঙ্গীধার ,
বিশ্বাস  নাই যাহার
আশাবাদী সে
মিথ্যা ভয়ে পাড় করিবে ,
নিরাশ হয় পরাজয়ে ।
প্রবল অটল  বিশ্বাস   যার
নিরাশ ,পরাজয় হয়েও না
কেউ যৌবন থাকিতে ।
যে পাইছে আশার আলো
সে করেছে পর
ভালোবাসায় ভেদাভেদ নাই
কোন অঙ্গী অহংকার ।
সত্যের পথে চলিলে
দৌর্ভাগ্য না আসিবে ,
আশা সততা রেখে
আমরা বাচিবো পৃথিবীর বুকে;
থাকবো চির-সাথী হয়ে ।