তোমার কাছে কেমন আমি বলতে যদি ভাই
চরিত্র সংশোধনের একটু সুযোগ পাই
কেমন আমার চলনবলন কেমন আমার মন
বলতে যদি শুধরে নিতাম এই করেছি পণ।


চেহারাটা যেমন থাকুক স্ব ভাবে কি দোষ?
অজ্ঞ তাতে মনটা আমার হয়তো করে পোষ
শিখতে যদি দিতেই আমায় বলতে সকল ভুল
শুদ্ধ করে নিতাম সবই গড় তো ভালোয় মূল।


আমার ভালো চাইতে যদি খুঁজতে আমার গুণ
অবহেলায় ফেলে রেখে যা করেছি খুন
বন্ধু ভেবে ডাকতে কাছে মুছতে চোখের জল
ভেতর থেকে লাগতো ভালো জাগ তো নতুন বল।


তোমার পাশে রাখবে আমায় দেখবে সকল দিক
চলাফিরা সবার সাথে ভুল করি না ঠিক।
বললে আমায় শিখতে পারি তদর্থে যাওয়া কাক
ছোট্ট ফুলের স্বল্প রসে যেমন মধুর চাক।