বিবেক যদি থেকেই থাকে মানুষ কেন ভুল করে
কুশীলবের হৃষ্ট সুরে কত কড়ির ফুল ঝরে
পুষ্পে যদি প্রণয় জাগে বাড়াই চারা পুঁতে
সকাল বিকেল দেখতে তুমি কেউ যেতো না ছুঁতে।


নীতি কথায় মহামানব কেন তাজা ফুল ছিঁড়ে
পরের বাগান রসাতলে আসল মালির বুক চিরে।
নিজ নিবাসে লোহার প্রাচীর দেশের কত আইন
পাখির বাসায় ঢিল ছুড়িলে হতো যদি ফাইন।


খেটে খাওয়া রিকশা মামা দিতেই পারো গালি
পরের মেয়ে দেখলে পথে বলতে পারো শালি
পিতার তুল্য লোকের মুখে দিয়ে বিড়ির ধোঁয়া
মনুষ্যত্বের চরম লোপে সবই হাতের মোয়া।


বিবেক যদি থাকতো সবার হতো কি আর চুরি
পুরুষ দেখে ভয় পেতো কি বৃদ্ধ হওয়া বুড়ি?
একটু কথার দ্বন্দ হলে কাটতো মানবদেহ?
দেশের প্রেমে দশের টানে ভাবতো হয়তো কেহ।