এই যে কত রোদ উড়ে মেঘ হয়ে যায়
কত জোনাকি ঘুমিয়ে পড়ে নরম বালিশে
কত চিঠি ফিরে আসে ডাকিয়ার হাত ধরে
কত সবুজ লাল হওয়ার অপেক্ষায় দিন গোনে
কেউ তার খবর রাখিনা –


কত শুয়োপোকা প্রজাপতি হয়ে খেলা করে
আবার কত প্রজাপতি আগুনে ঝাঁপ দেয়
আরও রঙিন হওয়ার আশায়,
কেউ তার হিসাব রাখিনা-


বুড়ো বট গাছটা ন্যাড়া হওয়ার শোকে
কত কাল গুঁমড়ে কেঁদেছে;
কত রাত চাঁদ কলঙ্কিত হয়ে অমাবস্যা এনেছে
কেউ তার খবর রাখিনা-
কেউ তার খবর রাখিনি-