আমি তো  মানুষ  নই,
আমি আর মানুষ হতেও চাইনা।
ছেড়েছি এই লোভাতুর পৃথিবীকে
আর ফিরতেও চাই না।
যেখানে কোটি কোটি অসুরের বাস,
যেখানে একে খোঁজে অপরের প্রান,
সেই নির্মম রক্তের শ্রাবণ ধারায়
আর কেন বেঁচে থাকা।


আমি তো মানুষ নই,
কবরের ভিতরের মানুষ মরা ভূত।


যারা পিশাচের মতো অন্ধকার ছায়ায়
লালসার আগুনে জিহ্বাকে উষ্ণ করে তোলে,
প্রানের উচ্ছা্সে শূন্য অট্টহাসি করে,
অসৎ ইচ্ছা পূরনের নেশায় মেতে ওঠে
তারাও কি মানুষ?
না!তারা মানুষ নয় দানব।


ভূত হয়েই বেশ আছি।
চাই না তাদের মতো বেঁচে থাকতে।
যারা  অকাল মৃত্যুর তুমুল চিৎকার দেখে
নগ্ন নয়নে আনন্দ উপভোগ করে,
কিশোরী রমনীর আঁচল টেনে ছেঁড়ে!
তাদের মতো!না তাদের মতো মানুষ হতে চাইনা
ভূত হয়ে কবরেতেই বেশ আছি।