শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম-
স্বপ্নের সমুদ্রের নীল-সাদা জলের মতো।
শুধু আমার চোখের সমস্ত আলো
দিতে চেয়েছিলাম তোমার চোখে।


রক্তকবরীর লজ্জাহীন প্রনয় পেতে চাইনি,
চেয়েছি দুপুর রোদের স্পষ্ট স্পর্শ।


বেশি কিছু তো চাইনি-
কেবল আমার আঙুলে তোমার হাত,
তোমার প্রফুল্লেই আমার শান্তি;
তোমার যন্ত্রণায় আমার মৃত্যু।


একটু ভালোবাসা চেয়েছিলাম-
বিকেলে সূর্যের লাজুক রৌদ্রের মতো।
সমস্ত পৃথিবীকে একদিকে টেনে,
এক করুণ সন্ধ্যার ফুটন্ত শাখায়,
ঘুমন্ত বাতাস ও আকাশের গায়ে
লেপে দিতে চেয়েছি মেঘের গাঢ় লাল।


একটু ভালোবাসা চেয়েছিলাম বলেই-
এমন সর্বনাশা ভাবে ডাকলে!
মুখে রক্ত,চোখে অন্ধকার
এই নিয়েই তুমি ঘোমটা টানলে।


বেশি তো নয়,শুধু একটু...
শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম।