সময় যদি হয়েছে শেষ,
তবে সময় যেন পাই;
ভুলোনা তুমি-
মনে রেখো আমায়।


আছি আমি শিশির বিন্দে
কোমল পদ্মের পাতায় ;
মনে রেখো সদা-
ভুলোনা আমায়।


কাছে নয়,তবু দূরে থেকে
মনে- মনে,ক্ষনে ক্ষনে
চোখের পরে আঁচল ঠেঁকায়,
ছুঁয়ে গেছো থেকে থেকে
কি চাই, কি পাই!
ভুলোনা যেন,মনে রেখো আমায়।


এতকাল ভুলেছিলে তাই-
নীলাম্বরের প্রাঙ্গনে আসি
শান্ত মনে হাসির খেলায়,
সমুখের পথ দিয়ে বুঝি
ফিরেছ ঘরে,ভুলোনা আমায়।
দিনশেষে বিদায়ের ক্ষনে,
ডাকো যদি ডেকো-মনে মনে
যেওনা ভুলে,মনে রেখো আমায়