তোমার জন্য আকাশ সাজিয়ে
বাতাসের বুকে দিয়েছি পাড়ি।
রামধনুর রং গাঁয়ে মেখে
ছুঁয়েছি জমাট মেঘের বারি।


তোমার জন্য বসন্তের বেলায়
পদ্ম পাতার আসন পেতেছি।
রাতের আঁধার মিশলে পড়ে
শিশির হয়ে ঠোঁট চুমেছি।


তোমার জন্য জুঁই-এর মালা
শিঁউলি হয়ে শত ফুটেছি।
সাঁঝের বেলায় মাঠে মাঠে
প্রদীপ হাতে কত খুঁজেছি।


তোমার জন্য পথ ভুলে
নির্জন পুরে হারিয়ে যাই।
ভিড়ের গন্ধের ঢেউ ঠেলে
দৃশ্য নদী কোথাও না পাই।


তোমার জন্যই নয়ন তলে
শূন্য ছায়ায় হাত পেতেছি।
ধূসর দেয়াল ক্ষয়ে গেলে
তোমার পানেই চোখ রেখেছি।