ভেজা ভেজা পাঁয়ে আলতো করে ছুঁয়ে দিলে
শিশির ভেজা ঘাসে।
কুসুম বনের রঙিন প্রজাপতির মতো।
হয়তো উড়ে যেতে চেয়েছিল এক-এক বিন্দু শিশির,
স্বপ্ন গুলো সব ভেঙে গেল,
মদের পেয়ালার মতো আঁছড়ে পড়ে।


সকালের সূর্যের দিকে যেমন ভাবে
ফুটে ওঠা ফুল গুলি তাকিয়ে থাকে,
তেমন ভাবেই দেখছে যেন তোমায়
কিছুটা ভয়ঙ্করি রূপে।


তারা হয়তো জানতো না তাদের পরিণাম,
বোঝেনি ওরা কিভাবে হবে-সাবধান,
নালিশ বা অভিমান তাদের নেই কোনোটাই;
আছে শুধু প্রেমের পথের অভিনব জয়।


একি শুধু তারই জন্যে-
ক্লান্ত সকালে হয়ে হন্যে,
ফিরে দেখার শক্তি হয়েছে ক্ষীন
শরীরে আজ ব্যথা নেই,সবই হয়েছে বিলীন।