একটুখানি কাছে এসেই দূরে যাও,
আঙুল রাখো কাঁধের উপর
খানিক বাদে পর্দা ঠেলেই সরে যাও।
বনের কালো দেখে কাঁপে আঁধার,
এখনও কি হয়েছে শেষ?
সময় করে এসো আবার।


এখনও মেলেনি আঁখিতে-আঁখি,
বরফের চাঁদ ওঠেনি আকাশে
স্বপ্নের ভিতরের সব দোলা-দূরে,দূরে রাখি।
এখনও বাতাসে জাগেনি বোবা গান,
শিশিরে ছোঁয়নি তোমার চুমু
কেমনে দেবোগো তোমারে প্রাণ।


এখনও মাছের কানকো হয়নি লাল,
সন্ধ্যার প্রদীপ জ্বালেনি আলো
আছে শুধু মন জুড়ে আমার জঞ্জাল।
যে সিঁড়ির পরে কপাল ঠেঁকাই,
চৌকাঠে পা রেখে দাঁড়িয়ে থেকে
দু'হাতের পাতা উলটে বলছি;তোমায় অবশ্যই চাই।


শেষবারের মতো জানাতাম;কেন!
কৃষ্ণ মেঘের শরীরে মুখ রেখে
জানতে ইচ্ছে হলে তবেই জেনো।
যে মূর্তি ফেলে দেয় অতল জলায়,
কি হবে আর তা দিয়ে
কাদামাটি দিয়ে গড়ানো,সব গলে যায়।


যে আকাঙ্খা আছে ওই ধুয়াশার ছায়ায়,
দেখো আলো জ্বেলে,যদি দেখতে পাও;
দু'হাতে উড়িয়ে দিয়ো খোলা জানালায়।
যে শব্দের নাগাল কেউ না পায়
সেই শব্দে ডেকো তবুও,
যদি কখনও ডাকতে ইচ্ছে হয়।