তোমার নামটি যে কি?
ভুলে গেছি-
মনে নেই আজ।


একদিন ম্লান হাসি হেসে
বলেছিলাম তোমায় ডেকে
প্রিয়া!এ নাম তোমায় দিলাম,
বার বার প্রিয়া বলেই তোমায় ডাকলাম।


আজ বহু হাজার বছর পর
হেমন্তের সন্ধ্যা-
বেল,জুঁই,রজনীগন্ধা-
সময়ের গচ্ছিত বর্ণে
লিখেছি ঝরা শিঁউলির পর্ণে,
আমার হারানো নাম-
তোমার পুরানো নাম।


আজও আমার শেষ অস্থি মজ্জায়
রয়েছ তুমি কত সাজসজ্জায়।
পুরানো সেই প্রিয়া নাম নিয়ে,
হারানো যত দিনের পানে চেয়ে।