যখন চোখের পাতা সরে না।
অঙ্কের হিসাব সব যায় হারিয়ে
ফিকে-ফিকে লাল হলুদ ভালো লাগে না,
জমতে থাকে অল্প কষ্ট,একটু খানি আশা।
দূর দেশে হারিয়ে যায় মন,
একেই কি বলে ভালোবাসা?


যখন উদ্যান ভাসে কান্না হাঁসির খেলায়
কাঁটা পদ্ম হাতে নিয়ে
ডাকে যে কে আমারে,এ বেলায়-ও বেলায়।
তামাসার ঘাঁড়ে হাত রেখে কথা বলো শত,
তোমায় কিছু বলব বলে
শব্দের পরে শব্দ তুলে লিখতে চেয়েছি কত।


রাত্রি গিয়েছে স্বপ্নের ঘোরে
দিনের হয়েছে কেবল শুরু,
খাঁ-খাঁ শূন্য মরু থেকে নিয়েছ তুমি সবই হোরে।
কাগজে গড়া নৌকা গুলা অল্প জলে ভাসা,
ডুবলে বুঝি তখনই পাব!
এটাই কি তবে ভালোবাসা।