শ্রদ্ধেয় কবি "নীরেন্দ্রনাথ চক্রবর্তীর" লেখা 'তোমাকে বলেছিলাম' কবিতার অনুসরণে কবিতাটি লেখা।
তাই কবিতাটি মাননীয় কবিবরকে অর্পণ করছি।
- - - -          - - - -        - - - -         - - - -        - - - -
তুমি আমায় বলেছিলে,যত দেরিই হোক
আবার আমি ফিরে আসব,
এই যাওয়াই শেষ যাওয়া নয়
ফিরে আবার তোমার কাছেই আসব।


গাঁয়ের মেঠো পথটি ধরে
দিনের শেষ আলোর সাথে
সুরে সুরে বাঁধবো তোমায়
কৃষ্ণচূড়ার মঞ্জরি হাতে।


তুমি বলেছিলে,এই তো শেষ দেখা নয়-
নৌকার দাঁড়ে মাথা রেখে
ফিরে আবার আসব ঘুরে
জঁমাট রক্ত বুকে দেখে।


হিম জমা ওই শুঁকনো পাতা
বাতাসের গায়ে শব্দ করে
অন্ধকারে মানচিত্র এঁকে
দেখি তোমায় প্রাণ ভরে।


বলেছিলে তুমি,এই কথাই শেষ কথা নয়-
কোনো এক চৈত্র দিনের শেষে
ধাঁন সারির আাল দিয়ে আসব ফিরে
প্রখর রোদ্দুরের 'তাঁতে' আবার এই বেশে।


আজও তোমার আসা হলনা-
ছলছলে-ডগডগে চোখে চেয়ে
দূর্বা ঘাসের পড়ে দাঁড়িয়ে
রয়েছি তবুও-জ্বলতে জ্বলতে,ক্ষয়ে ক্ষয়ে।