কেন তুমি হৃদয়হীন ভালোবাসা দাও-
ছোটাছুটি করো নিকষা কালোর দিকে;
প্রসন্নেই হাতে তুলে দাও নগ্ন শরীর।
ঐ জঁমাট রাতের বুকে কি সুখ খুঁজে পাও?


তুমি কেন কাঁদামাটি নিয়ে খেলা করো?
ওই পদ্ম মুখে কলঙ্ক মাখো,
সারাটা সকাল,বিকেল আর সন্ধ্যা
নরক পিপাসার টানে ছটফট করে মরো।


কেন পাথরে পাথর ঘসতে থাকো?
সৌখিন হাতে রাত্রিকে লন্ডভন্ড করো।
তৃষ্ণার ক্ষনে খুঁজতে চাও একটু নরম উষ্ণতা,
নম্র ঠোঁটে জীবন্ত কাঁটা পেতে রাখো।


শ্রাবণের বর্ষার মতো তোমার আজ উর্তি যৌবন,
যৌবনের জ্বালায়(নেশায়)তুমি বিমগ্ন,
জ্যোৎস্নার আলোতে নিঃঝুম হতে পারোনা;
কিছু ঝাপসা ইচ্ছায় ভাসিয়ে দাও উত্তাল মন।


তুমি যৌবনের নেশায় মত্ত-
তাই সজোড়ে আঘাত করে চলেছো ভর্ৎসনার দ্বারে।
ফিরেও চাওনি ওই শুভ্র হাঁসটির পানে
যে ডানা মেলে আছে আনমনে।