কিদারুন ছন্দে বাজল ছুটির ঘণ্টা
করুণ দৃষ্টে কাক তাকিয়ে থাকে
মোরগের লড়াই শেষ হয়েছে আজ
কাপড়,অন্ন আর বাসস্থানের।।


কসরত করা পুষ্ট শরীর
আগুন জ্বলছে দাউ দাউ
মাটির কলসির জল ঢেলে
তপ্ত দেহ শান্ত হলো।।


কত কত চেনা মুখ সব
দু'এক ফোঁটা অশ্রুদান
কয়েকটা দিন রাখলো মনে
ঠাঁই এখন ওই স্নিগ্ধ গাঙের ধার।।