যদি আজও পৃথিবীর কোন কোণে বেঁচে থাকো তুমি।
যদি ওই নিশীথ রাতে শব্দ ভাঙে বুকে।
যদি ওই কোমল কাঁটায় রক্ত জমে চোখে;
তবেই সঙ্গে নেবো তোমায়-


যদি ওই হাসির ছটায় আবার ডুবে মরি পাঁকে।
যদি ওই তারার ছায়ায় গন্ধ লেগে থাকে।
যদি ওই শূন্য মাঠে পূর্ণ ধ্বনি বাজে;
তবেই সঙ্গে নেবো তোমায়-


যদি ওই বিশ্বাসী ধারাপাত সন্দেহ হয়ে জমে।
যদি ওই মত্যলোকে দানব নেমে খেলে।
যদি ওই একটি কমল দুইটি হয়ে ফোঁটে;
তবেও সঙ্গে নেবো তোমায়-


যদি ওই রঙের খেলায় রঙিন হয়ে উঠি।
যদি ওই সাঁঝের বেলায় প্রদীপ হাতে হাঁটি
তবেই সঙ্গে নেবো তোমায়
তবেই সঙ্গে নেবো তোমায়;