কিপটে  বাবার হিট কে  বৌ ।
কচু  আনতে  আনল  ওল ।
সকালে  ঘুমায় রাতে খায় ।
সন্ধে বেলায় স্নানে যায় ।
চশমা খুলে  বই  পড়ে ।
চশমা পড়ে ঘুমায় ।
রাতে সপ্ন  অন্ধকার ।
তাই তারা সকালে  ঘুমায় ।
পুকুর ঘাটে জল আনতে
কলসি  ছাড়া যায় ।
কিপটে অত ,
এক টাকায় এক  কিলো  আলু  চায়।
সবুরে  মেওয়া ফালে,
তাই গাছ  লাগায় ফল  খাবার আশায়।
রাজনীতি ফাজিলনীতি নয়কো চিন্তার ,
চেয়ারে বসল কে  আসল এই ভাবনার ।।।।।।।