আচ্ছা দাদা- ওই পাড়াতে- যেই লোকটা থাকে,
সেও কি দিনে মাছ ভাত খায়, রাত্তিরে নাক ডাকে?
চলতে গিয়ে ঠোকর খেলে সেও কী ব্যাথা পায়?
সাত সকালে ঘুম ভাঙ্গালে সেও কী রেগে যায়?
দিন রাত্তির মুখটি গুঁজে সেও কি এসব পড়ে?
পান থেকে চুন খসলে পরে পিটিয়ে কি লাল করে?
হেথায় হোথায় লতায় পাতায় সেও কি কিছু খোঁজে?
হইলে সারা, কাজের পালা, কলম কানে গোঁজে?
কেমন ধারা লোক বটে গো? লম্বা নাকি কালো?
ডাকলে পরে দেইনে সাড়া,তুমিই না হয় বলো।
হাত আছে তার? পা ক খানি? কেমন করে চলে?
বাংলা জানে?ফারসি কি সে?কোন ভাষাটা বলে?
বেজায় রাগী?শান্ত খুবই?কিছু কি তুমি জানো?
আচ্ছা ছাড়ো! বাদ দাও তো! তানপুরাটাই আনো।।