আমার রক্ত লাল!
মাঝে মাঝে টগবগ করে ফুটে ওঠে,
মুঠো শক্ত হয়।
গনগনে তাপে কানের লতি লাল হয় যায়।
গরম হল্কা।
শেষে আবার সেই একই।
খোলা মুঠো বাজারের থলি নিয়ে কুমড়োর দামাদামি করি,
নীলাভ আভিজাত্য অনেক দূর।
নুন আনতে পান্তা না ফুরোলেও ঘর চালাতে দম আটকায়।
বৈরাগী নই,বিদ্রোহী নই,
জীবনে না পাওয়ার তালিকাটা বেশ বড়ো।
কেউই কী পাই?
অন্ধকারে বুক দুরু দুরু করে বেশ বুঝতে পারি।
মাসের শেষে টানাটানি।
চুলচেরা বিশ্লেষণ খবরের কাগজ!
শেষে মাছ ভাত ঘুম।
বোবা হয়েছি,চোখ থাকতে অন্ধ।
আমার রক্ত বরফের স্রোত।
প্রতিবাদ নেই দুই দুই পাঁচে,
তাই আমার রক্ত লাল।।