শিমুল ফুলের পাতা গুলো আজ জীবন্ত;
জল শালুকের নিচে
তেচোখো মাছের খেলা দেখতে লাগে বেশ।
শেষের আবেগ বহুদিন থেকে নিভন্ত
নতুন প্রেম গুটি গুটি পায়ে হারিয়েছে তার রেশ।
সোনার জলে চুবানো পাকা কুমড়ো ঝুলছে মাচায়
সিদ্ধ কুলেখাড়ার অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ছে আকাশে,
নতুন ভাত দুমুঠো পাবার আশায়
ভুলো শুয়ে শুয়ে শুঁকছে কিছু বাতাসে!
বাবুই পাখির বাসা কোথায় গেল?
ন্যাড়া মাথা সেই তাল গাছটাই বা কই!
আচ্ছা! নাই বা থাকুক ফেরিওয়ালা ডাক
স্মৃতির খাতা খুলেই বসে রই।
সুখ দুঃখ বেদনা অনেক হলো
এখন থাকি শান্ত একটু বসে,
ঘটার যা তা নিজের মতোই ঘটুক,
সব আন্ধারেই লুকিয়ে আছে আলো।।