বিরাম হারানো সময়
কলির চক্রে জীবন।
কথা এক,কথা দুই।
জীবন নদীর মাঝি আজ
কাব্য ঘটে ভূঁই।
নাম না জানা অজানা পাখি
দিন্দরদির মাঝরাত।
কবিতা আজ নতুন খেলা
পাখির চোখে খাম্বাত।
নতুন পালক, নতুন ডানা,
নতুন ঠিকানা পেলি তুই,
যা উড়ে যা ছোট্ট পাখি
আমি মাটির ভিতর শুই।