মিছিমিছি হিজিবিজি কত কিছু লিখে যাই
কি যে লিখি ছাইপাস কোনো কিছু মানে নাই।
কিলিবিলি লেখা সব খেলা করে মাথাতে
যাহা কিছু মনে আসে তাহা লিখি খাতাতে।


অং লিখি বং লিখি,লিখি কত বং ছং
আঁকিবুকি সারাদিন,খাতা ভরা রংচং।
একে নিয়ে লিখি কভু ওকে নিয়ে লেখা চাই
এক দুই তিন করে খাতা পাতা ভরে যায়।


নীল লেখা লাল লেখা লেখালেখি সাদাতে
ভুঁইফোড় গাছ দেখি,ফুটে আছে কাদাতে।
ফুল গাছ,আম গাছ, জাম গাছ জানলায়
গিলে করা পাঞ্জাবি তোলা থাকে আলনায়।


পাতিহাঁস খেলা করে বাবুদের পুকুরে
এক বাটি দই খেয়ে ঘুম মারে দুপুরে।
দুপুরের গরমেতে প্রাণ করে আঁইটাঁই
লেখা ছেড়ে দড়ি টানি মন্দির ঘণ্টায়।


এইখানে লেখা মোর হয়ে গেল খান্ত
এইবারে মাজি গিয়ে মিসি দিয়ে দন্ত।।