ভেজা শালিকের ডানায় আটকে থাকা জল বিন্দু,
ধুলোয় মলিন হয়ে যাওয়া পুরনো গিটার।
এক পা এক পা করে এগিয়ে চলছে...
তাকিয়ে দেখো,
প্রহর গুনছে একা ঘড়িটা।
দেওয়ালের রংচটা ইটে ছায়া পড়েছে।
জানলা দিয়ে দেখা যাবে রাস্তা..
নিভন্ত প্রদীপের শেষ রক্তবিন্দু আজ মধুর;
এপ্রান্ত থেকে ওপ্রান্তে ঝুলে আছে দড়িটা,
হয়ত কেটে পড়ে যাবার অপেক্ষা।
নিম্নগামী প্রবাহের ধারা আটকে গেছে..
প্রতিমার চোখ টা কেমন যেনো একটু বাঁকা না?
উদ্যত ফণা নিয়ে এগিয়ে আসছে একটু একটু করে,
মুখ ঘুরিয়ে অস্বীকার করাটায় মনে হয় ভালো।