অজয় নদের তীরে বসে,সুখের বাসা বাঁন্ধো,
গোবিন্দ চাল উনুন জ্বেলে সাধ করিয়া রান্ধো।
বান ডাকিল,ঘর ভাসিল,পাঁজর ভরা দুখ,
চোখ বুজলেই ভাইসে চোখে খোকার কচি মুখ।
আয় রে সোনা, চাঁদের কণা,ক্ষণেক ফিরে আয়
দিনে রাতে কান্দে মায়ে, বুক চাপড়ায় হায়।
নদী তো নয়, রাক্ষসী তুই,সব কাড়িয়া নিলি
ভাঙ্গা বুকের মনের কথা এর বেশী কী বলি।।