ও দাদা...
তোমার সনে আড়ি,
গটগট হাঁটো
জামাখানা খাটো
যাচ্ছিলে বাড়ি?
বেশ তবে..
তোমার সনে আড়ি।


জানো তুমি বাজারেতে রসুনের দাম!
কুড়ি টাকা আলু কিলো,
লঙ্কা তো পুড়ে গেলো;
হামা দিয়ে আদা কিনি
ওরে রাম রাম!
বাপরে কী দাম!!!


কইমাছ দাম শুনে মাথা পরে হাত
একখানি ছুঁতে গেলে হবে কুপোকাত!
ডিম কিনে,দেখে শুনে- ভাবি যাব বাড়ি,
রিকশাতে চেপে দেখি নেই কানাকড়ি।
কী যে আর বলি দাদা হাল কী যে হলো
ভালো আছি তবু বলি; নাকে গুঁজে তুলো।।