পাওনা গন্ডা মিটিয়ে কেনা
লাভের খাতায় অঙ্ক চেনা।
নিরব সময় সরব দিন
বেঁচে থাকার ভীষণ ঋণ।


ভালো লাগার পদ্য কথা
জমাট জীবন,তরল ব্যাথা।
আশাহত আশার বাণী
রূপকথার ওই ছোট্ট রানী।


নীল সাগরে কাগজ ভাসান
সঠিক সরল সহজ আসান।
সব কিছুতে মন হারানো
হাত গুটিয়ে হাত বাড়ানো।


দিন গুজরান দিনের শেষে
জীবন নদী রক্তে মেশে।
মরু থেকে মরুদ্দ্যান
পথের পথিক গাইছে গান।